পদ্মশ্রী পাচ্ছেন কলকাতার বিপিন গণোত্রা
ওয়েব ডেস্ক: এবছরের পদ্মশ্রী সম্মান পাচ্ছেন কলকাতার বিপিন গণোত্রা। বহু দিন আগে এক অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল বিপিনের ভাইয়ের। এরপর থেকে গত চল্লিশ বছর যেখানেই আগুন লেগেছে, জীবন বিপন্ন করে সেখানেই ছুটে গেছেন বিপিন। দমকল কর্মীদের সঙ্গে হাত হাত মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আগুন নেভানের কাজে। কলকাতার দমকল বিভাগ আগেই তাঁকে স্বেচ্ছাসেবী দমকলকর্মী হিসাবে স্বীকৃতি দিয়েছিল। দুহাজার আট সালে বিপিন গণোত্রাকে অনন্যসাধারণ সম্মানে ভূষিত করেছিল চব্বিশ ঘণ্টা। ব্যক্তিগত জীবনে স্কুল ছুট বিপিন গনত্রা পেশায় একজন কাঁচা পাটের ব্যবসায়ী। ইলেকট্রিসিয়ান ও মিটার লাগানোর কাজও করেন তিনি। আগুন নেভানোর কাজে নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে বিপিন গণোত্রাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আরও পড়ুন- পদ্মশ্রী জলপাইগুড়ির করিমুল হক