নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েতের কমিশনার। অথচ পুরুলিয়ার সভাধিপতিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে দিচ্ছেন 'সততা'র পাঠ। ঘটনার পরই তড়িঘড়ি অলোকেশপ্রসাদ রায়কে পঞ্চায়েক কমিশনার থেকে পাঠানো হল পরিবহণ দফতরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাটমানির বিরুদ্ধে দলকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাটমানি নিয়ে থাকলে ফেরত দেওয়ার নিদানও দিয়েছেন। কিন্তু সেটা হিতে বিপরীত হয়েছে। জেলায় জেলায় তৃণমূল নেতাদের ঘিরে শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ। বিড়ম্বনায় পড়ে তৃণমূল নেতৃত্ব বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, দলের ৯৯.৯৯ শতাংশ নেতাই সত্ ও পরিশ্রমী। কিন্তু কাটমানি বিড়ম্বনা আর কমেনি। এর পিছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি তৃণমূলের। এর মধ্যেই পুরুলিয়ার জেলা সভাপতিকে হোয়াটসঅ্যাপে বার্তা পঞ্চায়েত কমিশনার অলোকেশপ্রসাদ রায়।


হোয়াটসঅ্যাপ বার্তায় লেখেন,'সভাপতি মহাশয়, হোয়াটসঅ্যাপের ডিপিতে মুখ্যমন্ত্রীর ছবি রেখেছেন। একটু বিবেকে লাগে না। সত্, পার্টি অন্তপ্রাণ, সাধারণ মানুষ অন্ত প্রাণ ভদ্রমহিলাটিকে এভাবে ঠকাচ্ছেন। এত আবেদন করেছেন চুরি না করে মানুষের জন্য একটু কাজ করতে, আর আপনি পুরুলিয়াতে এত বড় বিপর্যয় ঘটিয়েও ডাকাতি চালিয়ে যাচ্ছেন? আপনি এ কি করছেন? আপনি পার্টিটা নিজের ডাকাতির বিনিময়ে শেষ করে দেবেন? মাননীয়া মুখ্যমন্ত্রীর আশা স্বপ্ন সব গুঁড়িয়ে ধ্বংস করে দিচ্ছেন?'



জেলা সভাধিপতির কাছ থেকে অভিযোগ আসার পর অলোকেশকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত কমিশনার থেকে পরিবহণ দফতরের কমিশনার হলেন ওই আমলা। 



সরকারি আমলা শাসক দলের হয়ে এমন বার্তা পাঠাচ্ছেন, তা বেশ নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


আরও পড়ুন- বিজেপি জুজু? শিলিগুড়িতে একসঙ্গে মিছিলে সিপিএম-কংগ্রেস-তৃণমূল