ওয়েব ডেস্ক: বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শঙ্কর ঘোষের জীবনাবসান। বয়স হয়েছিল আশি বছর। দক্ষিণ কলকাতার এক  নার্সিং হোমে আজ প্রয়াত হন তিনি। উনিশশো তিপান্ন সালে কলকাতায় পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তাঁর তবলা শিক্ষা শুরু। উস্তাদ ফিরোজ খান, পণ্ডিত অনাথ নাথ বোস ও পণ্ডিত সুদর্শন অধিকারীর কাছেও তালিম নিয়েছেন তিনি।  উস্তাদ আলি আকবর খানের সঙ্গে উনিশশো ষাটে আমেরিকা সফর করেন পণ্ডিত শঙ্কর ঘোষ।  পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ বিলায়েত খান, পণ্ডিত নিখিল ব্যানার্জি, পণ্ডিত ভি জি যোগের সঙ্গেও বিদেশ সফর করেছেন তিনি। তবলায় সঙ্গত করেছেন বড়ে গুলাম আলি খান, ওঙ্কানাথ ঠাকুর, গিরিজা দেবী, আখতারি বাইয়ের মতো বিশিষ্ট শিল্পীদের সঙ্গেও। আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এবং উস্তাদ হাফিজ আলি খান সম্মানে ভূষিত হয়েছেন তিনি। দেশবিদেশে ছড়িয়ে রয়েছেন তাঁর অসংখ্য ছাত্র। পণ্ডিত শঙ্কর ঘোষের প্রয়াণে শোকস্তব্ধ শিল্প ও সংস্কৃতি জগত।