নিজেস্ব প্রতিবেদন : অন ডিউটি আক্রান্ত পুলিস। পার্ক স্ট্রিট থানার এক এএসআই-কে মারধরের অভিযোগে আটক করা হল যুবককে। ধৃত সিকন্দর খান ১১ নম্বর সৈয়দ ইসমাইল লেনের বাসিন্দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, গতরাতে কলিন্স লেনে হেলমেটহীন অবস্থায় বাইক আরোহী সিকন্দরকে ধরেন এএসআই হিমাদ্রি চক্রবর্তী। তাঁর সঙ্গে এক হোমগার্ডও ছিলেন। অভিযোগ, কেস দিতে যাওয়ার সময়, পুলিসের সঙ্গে বচসা জুড়ে দেয় সিকন্দর। এরই মধ্যে এলাকার আরও চার-পাঁচ জন যুবক সেখানে জড়ো হয়ে যায়।


অভিযোগ, এএসআই হিমাদ্রি চক্রবর্তীকে ঘিরে ধরে ওই যুবকরা। ওই পুলিসকর্মীর ইউনিফর্ম ছিঁড়ে দেওয়া হয়। তাঁকে বেধড়ক মারধরেরও অভিযোগ উঠেছে। খবর পেয়ে  পার্ক স্ট্রিট থানা থেকে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই বাইক আরোহী যুবক সহ দুজনকে আটক করে। অভিযুক্তদের ছাড়াতে থানার বাইরে জড়ো হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, পুলিস যাদের ধরেছে তাঁরা আসলে ঘটনার সময় সেখানে ছিলই না। মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে দুজনকে। পরে আটকদের মধ্যে একজনকে ছেড়ে দিলেও, সিকন্দরকে আটক করেই রাখা হয়। এনিয়ে কিছু বলতে নারাজ পুলিস।