Partha Chatterjee, Bengal SSC Scam: অর্পিতাকে চিনি না! মুখোমুখি বসেই পরিচিতি অস্বীকার পার্থর
Arpita Mukherjee, Bengal SSC Scam: ইডি-র পরের প্রশ্ন, `উনি আপনার খুব ক্লোজ?` পার্থর সাফ অস্বীকার, `না। নাকতলার পুজোর সময় দেখেছি।` ইডির অভিযোগ, তথ্যগোপন করার চেষ্টা করছেন পার্থ চট্টোপাধ্য়ায়।
বিক্রম দাস: অর্পিতাকে তেমনভাবে চেনেন-ই না পার্থ! অর্পিতা মুখোপাধ্যায়ের মুখোমুখি বসেই চাঞ্চল্যকর দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার অর্পিতা মুখোপাধ্য়ায়ের মুখোমুখি বসিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেন ইডি আধিকারিকরা। ইডি-র জেরাতেই অর্পিতাকে তেমনভাবে না চেনার দাবি পার্থ চট্টোপাধ্য়ায়ের। শুধু তাই নয়, ইডি-র প্রশ্নের মুখে পার্থ চট্টোপাধ্যায় জানান, অর্পিতা তাঁর ঘনিষ্ঠ নন! তিনি মাঝে মাঝে দেখেছেন অর্পিতাকে। অনেকেই আসত তাঁর কাছে। নাকতলার পুজোর সময় দেখেছেন অর্পিতাকে। পাশাপাশি, অর্পিতা মুখোপাধ্যায়ের ডায়মন্ড সিটি সাউথ ও রথতলা ক্লাব টাউনের ফ্ল্যাটে পাওয়া টাকাও কোনওভাবেই তাঁর নয় বলেও ইডির জেরায় দাবি করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেইসঙ্গে তাঁর আরও দাবি, তিনি জানেনও না উদ্ধার হওয়া টাকা কার!
ইডি সূত্রে খবর, অর্পিতাকে দেখিয়ে পার্থ চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসা করা হয়, 'আপনি কি এনাকে চেনেন?' জবাবে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, 'না, তেমনভাবে চিনি না।' ইডি তখন জানতে চায়, 'তাহলে কীভাবে চেনেনে?' উত্তরে তখন পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, 'মাঝে মাঝে দেখেছি। অনেকেই আসত।' ইডি-র পরের প্রশ্ন, 'উনি আপনার খুব ক্লোজ?' পার্থর সাফ অস্বীকার, 'না। নাকতলার পুজোর সময় দেখেছি।' ইডি এরপর জিজ্ঞাসা করে, 'ওনার বাড়িতে অনেক টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?' এবার পার্থ হেঁয়ালি উত্তর দেন, 'শুনেছি।' ইডি তখন সরাসরি জানতে চায় যে, 'এটা কি আপনার টাকা?' এবারও পার্থর সাফ অস্বীকার, 'একদমই না।' ইডি তখন জানতে চায়, 'তাহলে কার টাকা?' জবাবে পার্থ বলেন, 'জানি না।' এই গোটা জেরা প্রক্রিয়াটাই ভিডিয়ো রেকর্ডিং করেছে ইডি।
ইডির অভিযোগ, তথ্যগোপন করার চেষ্টা করছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তথ্যপ্রমাণ এক কথা বলছে। আর পার্থ চট্টোপাধ্য়ায় অন্য কথা বলছেন। শুক্রবার ফের আদালতে পেশ করা হবে 'অ-পা'কে। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্য়ায়ের এই তথ্য গোপনের চেষ্টার কথা আদালতে জানাবেন তদন্তকারীরা। প্রসঙ্গত, ইডি সূত্রে খবর, এর আগে জেরায় অর্পিতা মুখোপাধ্যায় দাবি করেন যে, ওই টাকার সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর অনুপস্থিতিতে ফ্ল্যাটে টাকা ঢোকানো হত। পার্থ চট্টোপাধ্য়ায়ের লোকেরাই এসে ফ্ল্যাটে টাকা রেখে যেত। অন্যদিকে, ইএসআই জোকা হাসপাতালে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নে পার্থ চট্টোপাধ্য়ায় দাবি করেছিলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' যদিও পরে তদন্তকারীদের জেরার মুখে পার্থ চট্টোপাধ্য়ায় কাদের কীসের ষড়যন্ত্র তা খোলসা করেননি বলেই ইডি সূত্রে খবর।