নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হল পার্থ চট্টোপাধ্যায়কে (Parth Chatterjee)। নয়া চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি (Subrata Bakshi)। শৃঙ্খলারক্ষা কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার নতুন তৃণমূল (TMC) ভবনে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, সেখানে দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাকি বলেন, "কখন শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক হয়, তা কাগজ পড়ে জানতে পারি। এবার থেকে আমাকে জানিয়ে বৈঠক ডাকতে হবে।"


সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে একটি বিষয় ক্ষোভ প্রকাশ করেন  মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দলীয় নেতাদের উদ্দেশে তিনি নাকি বলেন, "এত কীসের টাকার প্রয়োজন? আমার তো নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে ইচ্ছে করে না। কী করবেন এত টাকা দিয়ে?" সম্প্রতি রামপুরহাট কাণ্ডের (Rampurhat Arson) পর ভাদু শেখ, আনারুল হোসেনের প্রাসাদোপম বাড়ি নিয়ে জোর আলোচনা হয়। বর্তমানে তৃণমূল নেতা আনারুল আগে একজন রাজমিস্ত্রি ছিলেন, তাঁর আট্টালিকা দেখে অনেকেরই চোখ কপালে ওঠে। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোর বৃহস্পতিবারের মন্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)