নিজস্ব প্রতিবেদন: বিজেপির মঞ্চ থেকে মুকুলের আক্রমণের জবাব দিল তৃণমূল। শুক্রবার বিকেলে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে দাবি করেন, জনপ্রতিনিধি কেনাবেচা করতেন মুকুল রায়। মুকুল রায়কে এদিন 'চাটনিবাবু' বলেও কটাক্ষ করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার রানি রাসমণি লেনে বিজেপির সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মুকুল রায়। বিজেপির জনসভায় মুকুলের প্রথম আত্মপ্রকাশ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ''যে কায়দায় কোলাকুলি দেখলাম, মনে হল বিজয়ার পর বিসর্জন। বিজেপি দল যাকে চাটনি বলেছে। সেই চাটনিদার গল্পের অসারতা আছে।'' 


অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'বিশ্ব বাংলা' ব্র্যান্ডের মালিক বলে দাবি করেছিলেন মুকুল রায়। পার্থর জবাব, ''নবান্নর তরফে বিশ্ব বাংলা নিয়ে স্পষ্ট বলা হয়েছে বিশ্ব বাংলা ব্র্যান্ড ও লোগো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। রাজ্য সরকারকে সেগুলি দান করেছেন মুখ্যমন্ত্রী।' পার্থর পালটা অভিযোগ, ''অভিষেক সম্পর্কে অসত্য ভাষণ দিয়ে বাজার গরম করার চেষ্টা করেছেন মুকুল।'' 


তাঁর বিদেশ সফর নিয়ে কলকাতা চলচ্চিত্র উত্সবের মঞ্চ থেকেই জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে পার্থবাবু বলেন, ''মুখ্যমন্ত্রীর লন্ডন যাওয়া নিয়ে চাটনিবাবু উষ্মাপ্রকাশ করেছেন। তার উত্তর মুখ্যমন্ত্রীই দিয়েছেন।'' তিনি আরও বলেন, ''দলকে না জানিয়ে চৌর্যবৃত্তি করতেন মুকুল রায়। জনপ্রতিনিধি কেনাবেচায় জড়িত ছিলেন তিনি। সবাই জানে এসব।''         


আরও পড়ুন, নাম না নিয়ে মুকুলকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়