পিয়ালী মিত্র: নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। 'তদন্ত শেষ হতে আর ক'দিন লাগবে'?  আদালতে আবার ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একসময়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে পার্থ চট্টোপাধ্যায়। কতদিন? প্রায় সাত মাস হতে চলল। এদিন আলিপুর আদালতে জামিনের আবেদন করেন পার্থ। শুনানিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। বলেন, 'যাঁরা অভিযুক্ত, তাঁদেরও কিছু অধিকার থাকে। অনির্দিষ্ট কাল ধরে তদন্ত চলছে তো আর বলা যায় না! আর কত দিন সময় লাগবে'?


গত বছরের ৩০ সেপ্টেম্বর এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। শুনানিতে বিচারক জানতে চান,'চার্জশিটে বলছেন, বাকিদের ভূমিকা খতিয়ে দেখা দরকার। বাকিরা কোথায়? কারও গোপন জবানবন্দি নিয়েছেন? ব্য়াঙ্কের কোনও নথি নিয়েছেন'? সিবিআইয়ের আইনজীবী বলেন, 'হাইকোর্টের নির্দেশে আমরা গভীরে গিয়ে তদন্ত করছি। একটু সময় চাই'। আদালতের প্রশ্ন, 'তদন্ত শেষ হতে আর ক'দিন লাগবে? প্রতিবারই বলা হচ্ছে হাইকোর্টের নির্দেশ মতো পরবর্তী তদন্ত চলছে। মিস কোট করা হচ্ছে'।



পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে আবেদন অবশ্য মঞ্জুর করেনি আদালত। আপাতত ২ মার্চ পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।



এর আগে, শিক্ষামন্ত্রী থাকাকালীন কোন ন ইমেল আইডি ব্যবহার করতেন পার্থ চট্টোপাধ্যায়? তা জানতে বিকাশভবনে পৌঁছে দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। স্রেফ কম্পিউটার খতিয়ে দেখা নয়, সচিবালয়ে ৩ কর্মীকে জিজ্ঞাসাবাদও করেছিলেন তদন্তকারীরা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)