শ্রেয়সী গঙ্গোপাধ্যায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসন নিশ্চিত হয়নি। সাধারণ কামরার টিকিট কেটেই ট্রেন উঠে পড়েছেন। মাঝ রাস্তায় আসন খালি হলে রীতিমতো ঘুষ চান টিকিট পরীক্ষক। এক্সপ্রেস ট্রেনে এমন অভিজ্ঞতা কমবেশি সকল যাত্রীরই। এমন অভিজ্ঞতা থেকে যাত্রীদের মুক্তি দিতে অভিনব পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল। চলন্ত ট্রেনেই ফাঁকা আসনের ব্যাপারে জানতে পারবেন যাত্রীরা।   


তালিকা তৈরি হয়ে গিয়েছে। টিকিট আসন সংরক্ষিত বা অপেক্ষামান না হলে সাধারণ কামরার টিকিট কাটেন যাত্রীরা। পরে সংরক্ষিত কামরার আসন খালি হলে সাধারণ টিকিট পরিবর্তন করতে পারেন তাঁরা। ট্রেনেই টিকিট পরীক্ষক যাত্রীদের থেকে টিকিটের দাম নেন। কিন্তু বহু ক্ষেত্রে আসন দেওয়ার বদলে টিকিটে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে টিকিট পরীক্ষকদের বিরুদ্ধে। ঘুষ দিলেই আসন মেলে বলে অভিযোগ যাত্রীদের। বর্তমান ব্যবস্থায় আসন প্রাপ্তি-অপ্রাপ্তি টিকিট পরীক্ষকদের হাতেই। এমন ব্যবস্থারই বদল হতে চলেছে। 


আরও পড়ুন- দারুণ খবর! রাজধানীর মেনুতে ফিরছে ফিশফ্রাই


এবার থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর টিকিট কাটতে পারবেন যাত্রীরা। চলন্ত ট্রেনে বসেই যাত্রীরা আইআরসিটিসি-র অ্যাপ বা ওয়েবসাইটে দেখতে পাবেন কোথায় আসন খালি হচ্ছে। ব্যাপারটা এরকম, ধরুন কোনও যাত্রী হাওড়া থেকে এলাহাবাদ যাচ্ছেন। আসানসোল বা বর্ধমানে কোনও আসন খালি হলে জানতে পারবেন তিনি। ট্রেনে বসেই কাটতে পারবেন টিকিট। পরে ওই স্টেশনে কামরা বদল করতে পারবেন যাত্রী। অফলাইনে এমন টিকিট কাটার সুযোগ নেই, গোটাটাই অনলাইন ব্যবস্থা। এতে টিকিট পরীক্ষককে অতিরিক্ত টাকা দিতে হবে না। যাত্রীরাও সহজেই ফাঁকা আসনের ব্যাপারে জানতে পারবেন।