লরিতে পিষে দিয়েছে পা, অ্যাম্বুলেন্সে রাত কাটিয়ে অবশেষে NRS-এ ঠাঁই রোগীর
শেষ পর্যন্ত জি চব্বিশ ঘণ্টায় খবর সম্প্রচার হতেই রোগীকে ভর্তি নিল NRS হাসপাতাল কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিবেদন: লরিতে পিষে দিয়েছে পা। জেলার হাসপাতাল থেকে রেফার করা হয়েছে শহরে। এই অবস্থায় গুরুতর আহত রোগীর দিক থেকে মুখ ফেরাল শহরের নামী হাসপাতালগুলো। শেষ পর্যন্ত জি চব্বিশ ঘণ্টায় খবর সম্প্রচার হতেই রোগীকে ভর্তি নিল NRS হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ তারকেশ্বর বাস স্ট্যান্ডের সামনে সিমেন্ট বোঝাই লরি পিষে দেয় সাইকেল আরোহী শেখ শরাফত আলিকে। গুরুতর আহত শরাফতকে নিয়ে আসা হয় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তাই শনিবার সন্ধ্যায় চুঁচুড়া থেকে তাঁকে কলকাতা রেফার করা হয়।
রাতে কলকাতায় পৌঁছলেও কোনও সরকারি হাসপাতালেই মেলেনি ভর্তির সুযোগ। এক জায়গা থেকে আরেক জায়গা। হন্যে হয়ে ফিরছেন রোগী এবং রোগীর পরিজনেরা।অ্যাম্বুল্যান্সেই রাত কাটাতে বাধ্য হন রোগী। শেষপর্যন্ত NRS হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে ভর্তি করে নেওয়া হয়।