ওয়েব ডেস্ক : CMRI-কাণ্ডের  প্রতিবাদ। আজ কলকাতা ও সংলগ্ন শহরতলির বেশিরভাগ বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের আউটডোর বন্ধ। বহু জায়গাতেই আউটডোর আজ ডাক্তারশূন্য। চলছে আংশিক কর্মবিরতি। নাকাল রোগীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত CMRI থেকে। হাসপাতালে ঢুকে গুন্ডামি-তোলাবাজির অভিযোগ স্থানীয় কংগ্রেস নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। ডাক্তারদের অভিযোগ, এই প্রথম নয়। হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব এবং হুমকির মতো ঘটনা প্রায়দিনই ঘটছে। রাকেশ সিংয়ের গ্রেফতারি এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়।


CMRI-কাণ্ডের  প্রতিবাদে আজ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের আউটডোর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড ডক্টরস অফ বেঙ্গল সংগঠন।


আরও পড়ুন, ছাত্রবিক্ষোভ, পথ অবরোধে রণক্ষেত্র বাগমারি মোড়