বেতনবৃদ্ধি নিয়ে অসন্তোষ, নার্সদের কর্মবিরতির জেরে R N টেগোরে সঙ্কটে রোগীরা
বেতনবৃদ্ধি নিয়ে অসন্তোষের জের। ক্ষুব্ধ নার্সদের একাংশের কর্মবিরতিতে অশান্ত মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতাল। বেতন যে পরিমাণে বাড়ানো হয়েছে তা যথেষ্ট নয় বলে অভিযোগ নার্সদের একাংশের।
ওয়েব ডেস্ক : বেতনবৃদ্ধি নিয়ে অসন্তোষের জের। ক্ষুব্ধ নার্সদের একাংশের কর্মবিরতিতে অশান্ত মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতাল। বেতন যে পরিমাণে বাড়ানো হয়েছে তা যথেষ্ট নয় বলে অভিযোগ নার্সদের একাংশের।
প্রতিবাদে আজ সকাল থেকে কাজ বন্ধ করে দিয়েছেন প্রায় আড়াইশো নার্স। কিছুদিন আগে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর অসন্তোষ জানিয়ে HR -এ লিখিত অভিযোগ করেন নার্সরা। কিন্তু, তাঁদের অভিযোগ কোনও পদক্ষেপই করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিবাদে আজ সকালে থেকে কর্মবিরতি শুরু করেন নার্সদের একাংশ। এভাবে কর্মবিরতির জেরে সঙ্কটে পড়েছেন রোগীরা। যদিও এখনও পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় কর্তৃপক্ষ।