নিজস্ব প্রতিবেদন: মেডিক্যাল কলেজের চার তলার কার্নিশে করোনা-রোগী। জানা গিয়েছে, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রিন বিল্ডিংয়ের জানলা থেকে বেরিয়ে কার্নিশে দাঁড়ান তিনি। পরে অনেক চেষ্টা করে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। 


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভোররাত নাগাদ হাসপাতালের জানলা দিয়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু, নজর পড়ে যায় হাসপাতালকর্মীদের।  প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায় তাঁকে উদ্ধার করতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।  দমকল ও বিপর্যয় মোকাবিলার দল এসে  তাঁকে উদ্ধার করে। জানা গিয়েছে, পিপিই কিট পরে উদ্ধারে নামেন তাঁরা।