ওয়েব ডেস্ক : আজ কল্পতরু উত্সব। রামকৃষ্ণ পরমহংস দেবের আদর্শের স্পর্শ পেতে সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে কাশীপুর উদ্যানবাটীতে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংদেব তখন বেশ অসুস্থ। কিছুদিন আগেই তাঁকে নিয়ে আসা হয়েছে কাশীপুর উদ্যানবাটিতে। আঠারোশ ছিয়াশি সালের প্রথম দিন, সেখানেই কল্পতরু হলেন ঠাকুর। ভক্তদের বললেল, তোমাদের আশীর্বাদ করি, তোমাদের চৈতন্য হউক। প্রতি বছরই  ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের টানে বছরের প্রথম দিন অগণিত ভক্ত ছুটে আসেন কাশীপুর উদ্যানবাটীতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন- কলকাতায় বর্ষশেষের কলতান


বছরের প্রথম দিন, ভোরের প্রথম আলো ফুটতেই ভক্তের সমাগম দক্ষিণেশ্বরের ভবতারিনী মন্দিরে। রয়েছে বিশেষ পুজোর আয়োজন। ঠাকুর রামকৃষ্ণদেবের অজস্র স্মৃতি জড়িয়ে রয়েছে এ মন্দিরে। আজ কল্পতরু উত্সবের দিন সেই পূণ্যস্মৃতির আকর্ষণেও দক্ষিণেশ্বরে আসেন অগণিত ভক্ত। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ তাই বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছ।