নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা খতিয়ে দেখতে আজ রাজ্য আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর এদিনেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর হয়ে সওয়াল করলেন বিজেপি নেতা মুকুল রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার হেস্টিংসে বিজেপির কার্যালয়ে এক অনুষ্ঠানে গেরুয়া শিবিরে যোগ দেন সিপিএম(CPM), তৃণমূলের বেশ কয়েকজন নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব। ওই অনুষ্ঠানে মুকুল রায় বলেন, বাংলার পুলিস ব্যবস্থা সম্পর্কে রাজ্যের মানুষের অনীহা রয়েছে। বাংলার পুলিস একটি রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করে। স্বাভাবিকভাবে যত তাড়াতাড়ি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের নিরাপত্তার দায়িত্ব নেবে বাংলার মানুষ তত দ্রুত নিরাপত্তার আশ্বাস পাবে।


আরও পড়ুন-ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ  


একুশের ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মুকুল রায়(Mukul Roy) বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। আশাকরি এর জন্য যে ব্যবস্থা করার প্রয়োজন তা কমিশন করবে। বাংলায় নির্বাচন নিয়ে কমিশন(ECI) সম্পর্কে রাজ্যের মানুষের একটা ধারনা তৈরি হচ্ছে। কমিশনের উচিত তা খতিয়ে দেখা।


বৃহস্পতিবার রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রাজনৈতিক মহলের ধারনা, রাজ্যে রাজনৈতিক হিংসা সহ বিরোধীদের উপরে হামলা নিয়ে কমিশনের সরব হবে বিজেপি।


আরও পড়ুন-'মুখ না খুলে সিদ্ধান্ত নিন', 'বেসুরো' প্রবীরকে বার্তা Suvendu-র


আজ হেস্টিংসে বিজেপি কার্যালয়ে গিয়ে গেরুয়া শিবিরে যোগ দেন আদিত্য বিড়লা গ্রুপের ভাইস প্রসিডেন্ট রঞ্জন বন্দ্যোপাধ্যায়, হাওড়ার সিপিএম নেতা রবি বণিক, পেশায় চিকিত্সক ডা দেবাশিষ মোদক, রাসবিহারী বিধানসভার সিপিএম নেতা শ্রীমন্ত হাতি, নাকাশিপাড়ার তৃণমূল নেতা কল্পনা বিশ্বাস।