নিজস্ব প্রতিবেদন: রাজ্যে টিকা (Covid Vaccine) বণ্টন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।টিকাদানে অনিয়মের অভিযোগ তুলে সিবিআই (CBI) তদন্তের আর্জি করেছেন আইনজীবী সন্দীপন দাস। আগামী সপ্তাহে জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


বুধবার কসবায় টিকাশিবিরে ভুয়ো ভ্যাকসিন (Covid Vaccine)  দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবকে (Debanjan Deb)। সেখান থেকে ভুয়ো টিকা নিয়েছেন সাংসদ মিমি চক্রবর্তী। টিকার বদলে পেটের ব্যমোর ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে দেবাঞ্জনের বিরুদ্ধে। হাইকোর্টে জনস্বার্থ মামলাকারী সন্দীপন দাসের দাবি, রাজ্যে টিকাবণ্টনে অনিয়ম হচ্ছে। কোনও পদ্ধতি মানা হচ্ছে না। কোথায় টিকার শিবির আয়োজন করা হচ্ছে, তার তথ্য নেই সরকারের কাছে। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন,'রাজ্যের তদন্তে আস্থা নেই। আমরা সিবিআই চাই।'


ভুয়ো টিকাকাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জনের সঙ্গে রাজ্য সরকারের কর্তাব্যক্তিদের যোগের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিজেপি। স্বাস্থ্যভবনে গিয়ে এ দিন স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন,'আমরা বলেছি, নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করা দরকার। গোটা রাজ্যের মানুষ আতঙ্কিত। কলকাতা পুলিসকে দিয়ে তদন্ত করলে হবে না। আমাদের যেন আদালতে যেতে না হয়। সিবিআই তদন্ত করা যেতে পারে।' 


আরও পড়ুন- রবীন্দ্রমূর্তির ফলক ভেঙে টিকাকাণ্ডের 'নায়ক' দেবাঞ্জনের নাম সরাল পুরসভা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)