ব্রেস্ট ক্যানসার নিয়ে মহিলাদের সচেতন করতে শহরে হয়ে গেল পিঙ্কাথন
নারী। ঘরে বাইরে একের পর এক দায়িত্ব একসঙ্গে নিপুণভাবে পালন করেই আজ অভ্যস্ত সে। নজর এড়িয়ে যাচ্ছে শুধু নিজের শরীর-স্বাস্থ্য। সেই ফাঁক পূরণেই পিঙ্কাথন। হয়ে গেল এশহরে। ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে।
ওয়েব ডেস্ক: নারী। ঘরে বাইরে একের পর এক দায়িত্ব একসঙ্গে নিপুণভাবে পালন করেই আজ অভ্যস্ত সে। নজর এড়িয়ে যাচ্ছে শুধু নিজের শরীর-স্বাস্থ্য। সেই ফাঁক পূরণেই পিঙ্কাথন। হয়ে গেল এশহরে। ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াতে।
সিটি অব জয়-এ এবার গুলাব গ্যাং। রবিবার ভোর সাড়ে ৫টা। রেড রোডের সামনে থেকে শহরের বিস্তীর্ণ অংশ রেঙে উঠল গোলাপি রঙে। ব্রেস্ট ক্যানসার নিয়ে মহিলাদের সচেতন করতেই পিঙ্কাথন। ২১ কিলোমিটার রাস্তা পাড়ি দিলেন শুধু মহিলারাই।
নিজের অফিসেই ইমেল হ্যাক মহিলার
উদ্যোক্তা মিলিন্দ সোমন। তাঁর ডাকেই ছোট থেকে বড়, আটপৌড়ে ঘরকন্যার মাঝেই রাস্তায় ছোটার সময় বের করে নিলেন শহুরে নারী। পিঙ্কাথনের বার্তা ছিল, নিজে অংশ নিন সঙ্গে বাড়ির অন্য মহিলাদেরও নিয়ে আসুন। ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতা বাড়াত রাজপথে ছুটলেন শহরের প্রায় হাজার চারেক মহিলা।
প্রথম পিঙ্কাথন এতটা সফল। খুশি উদ্যোক্তাকে কখনও দেখা গেল অংশগ্রহণকারীদের উত্সাহিত করতে। আবার কখনও মেতে উঠলেন নাচের তালে।