ওয়েব ডেস্ক: কর্মী-নিরাপত্তায় আগাম ঘর গোছাচ্ছে আলিমুদ্দিন। সন্ত্রাস-আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত। ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় শুরু জনপ্রচার। হাতিয়ার সোশ্যাল মিডিয়া। ভোট পরবর্তী অশান্তি বাড়ছে। ভোটের ফল বেরোনের পর রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে মোড় নেবে তা নিয়ে রীতিমত চিন্তায় বিরোধীরা। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শাসক-বিরোধী দুপক্ষেরই কর্মী সমর্থকেরা। কর্মীদের নিরাপত্তায় তাই আগাম ঘর গুছিয়ে রাখতে চাইছে আলিমুদ্দিন। সন্ত্রাস-আক্রান্ত  কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন।
কী রয়েছে সেই তালিকায়?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. কর্মীদের চিকিত্‍সার জন্য তৈরি রাখা হচ্ছে মেডিক্যাল টিম।
২. আইনি জটিলতা মোকাবিলায় থাকছে আইনজীবীদের বিশেষ টিম
৩.পিপলস রিলিফ কমিটিকে আরও জোরদার ও সক্রিয় করার কাজ শুরু হয়েছে
৪.দলমত নির্বিশেষে কেউ ঘরছাড়া হলে তাদের পাশে দাঁড়ানো,আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে
৫.আক্রান্ত কর্মীদের রিট পিটিশন করানোর কাজও শুরু হয়েছে


দুই চব্বিশ পরগনায় ইতিমধ্যেই এই প্রস্তাব পাঠিয়ে দিয়েছে আলিমুদ্দিনের শীর্ষ নেতৃত্বকে। সূত্রের খবর সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও ভোট পরবর্তী সন্ত্রাস মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিষয়ে জনপ্রচার শুরু করেছে সিপিএম। প্রচারে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াকেও হাতিয়ার করছে তারা।