Samaresh Majumdar Passed Away: সমরেশ-প্রয়াণে বাংলায় ট্যুইট মোদীর, `গভীরভাবে শোকাহত` শাহ
বাংলা সাহিত্যে নক্ষত্র পতন। প্রয়াত `কালবেলা`-র স্রষ্টা সমরেশ মজুমদার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'বাংলা সাহিত্য়ে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন'। সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'গভীরভাবে শোকাহত' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও।
বাংলা সাহিত্যে নক্ষত্র পতন। প্রয়াত 'কালবেলা' স্রষ্টা সমরেশ মজুমদার। বয়স হয়েছিল ৭৯ বছর। সপ্তাহ খানেক আগেই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন কিংবদন্তী এই সাহিত্যিককে। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। ঘড়িতে তখন ৫টে বেজে ৪৫ মিনিট। এদিন বিকেলে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমরেশ মজুমদার।
১৯৪৪ সালের ১০ মার্চ উত্তরবঙ্গে জন্ম সমরেশ মজুমদারের। প্রথম গল্প 'দৌড়' প্রকাশিত হয় ১৯৭৫ সালে। তারপর সাতকাহন, তেরো পার্বণ.... অজস্র গল্ল-উপন্যাস লিখেছেন তিনি। তবে পাঠকমহলে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় অনিমেষ সিরিজ-কালবেলা, কালপুরুষ, উত্তরাধিকার ও মৌষলকাল।