নিজস্ব প্রতিবেদন:  আলোচনায় মুম্বাইয়ের মাদক কারবার। সমানতালে কলকাতাতেও চলছে মাদক কারবার। শিয়ালদহ শিশির মার্কেটের কাছ থেকে গ্রেফতার হল খোকন শেখ।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস জানিয়েছে,  ধৃতের কাছ থেকে প্রায় সাড়ে তিন হাজার পুরিয়া (হেরোয়িন) বাজেয়াপ্ত হয়েছে। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। কোথায় সরবরাহ করা হচ্ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।


ভাই শৌভিকের সঙ্গে রাতের খাবার খান, এনসিবির লক আপে কেমন কাটল রিয়ার প্রথম রাত?



গোপন সূত্রে খবর পেয়ে, শিয়ালদহ শিশির মার্কেটে হানা দেয় পুলিস। খোকন সম্পর্কে আগে থেকেই খবর ছিল পুলিসের কাছে। তার আচরণে অসঙ্গতি দেখেই পুলিস গ্রেফতার করে তাকে। জেরায় সব কথা স্বীকার করে খোকন।