ওয়েব ডেস্ক: প্রকাশ্য রাস্তায় পুলিস কিয়স্কেই আত্মঘাতী কনস্টেবল। শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ে পুলিস কিয়স্কের মধ্যে আত্মহত্যা। নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা। গুলিবিদ্ধ কনস্টেবল চাঁদু মান্ডিকে আর জি কর নিয়ে গেলে মৃত ঘোষণা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কলকাতা পুলিস সূত্রে খবর, অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন কনস্টেবল চাঁদু মান্ডি। অসুস্থতা ও মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেন ওই কনস্টেবল, দাবি পুলিসের। চাঁদু মান্ডির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। খবর দেওয়া হয়েছে চাঁদু মান্ডির বাড়িতে।


পুলিসের আত্মহত্যায় চিন্তা বাড়ছে প্রশাসনের। এই সমস্যার সমাধানের জন্য সদর্থক ভূমিকা গ্রহন করা উচিত প্রশাসনের, মনে করছেন সমাজবিদরা।