ওয়েব ডেস্ক : সল্টলেকের ঝকঝকে রাজপথ ধরে ছুটছে গাড়ি। চলছে বাস, অটো। তবে সবই নিজের মর্জি মাফিক। বালাই নেই ট্রাফিক সিগনালের। নিট ফল মাঝেমধ্যেই দুর্ঘটনা। চব্বিশ ঘণ্টার ক্যামেরায় বেআব্রু বিধাননগরের পথ নিরাপত্তার বেহাল ছবি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবারই দুই বাসের রেষারেষির বলি হন এক মহিলা। বিধাননগরের BD  ব্লকে। স্থানীয়রা অভিযোগ তোলেন, উপনগরীতে পথ নিরাপত্তার বালাই নেই...প্রাণ হাতে নিয়ে পথে নামতে হয় তাঁদের। উপনগরীর পথ নিরাপত্তা নিয়ে নিয়ে রীতিমতো অভিযোগের পাহাড়। স্থানীয়দের অভিযোগ, বহু ট্রাফিক সিগন্যালই কাজ করে না।
আইল্যান্ড দিয়ে ঘুরে যাওয়ার নিয়ম মানে না অনেক গাড়িই।  গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে ট্রাফিক পুলিসের দেখা মেলে না। অধিকাংশ এলাকাতেই দায়িত্ব সামাল দিতে দেখা যায় গ্রিন পুলিসকে। এ অবস্থায় বাস হোক বা অটো। ট্রাফিক পুলিসের দায়িত্ব সামলাতে হয় তাদেরই। বলছেন চালকরা।


'কী করছে ট্রাফিক পুলিস?' তবে এসব অভিযোগ, মোটেই মানছেন না বিধানগর কমিশনারেরটের DC ট্রাফিক  সন্তোষ পাণ্ডে।


আরও পড়়ুন- খাস কলকাতায় মিলল নকল মিনার‍্যাল ওয়াটারের কারখানা