সমস্যা তো মিটলই না। উল্টে আলু ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সংঘাত আরও বাড়ল। নবান্নের বৈঠকে ব্যবসায়ীদের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। ব্যবসায়ীদের পাল্টা অভিযোগ,মুখ্যমন্ত্রীকে ভুল বোঝাচ্ছেন আমলা ও ব্যবসায়ীদের একাংশ। ফলে এখনই কমছে না আলুর দাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আলু সমস্যার সমাধান সূত্র মিলল না নবান্নের বৈঠকে। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বকেয়া চার হাজার ছশ মেট্রিক টন আলু না দেওয়া পর্যন্ত রফতানির টোকেন পাবেন না ব্যবসায়ীরা।  তবে ব্যবসায়ীদের দাবি, এনিয়ে ভুল বোঝানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে। দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি স্তরে রয়েছে ব্যাপক দুর্নীতি। পাল্টা  অভিযোগ  আলুব্যবসায়ী  সমিতির।


তবে এ দিনের বৈঠকে না ঢুকতে পারায়  নিজেদের বক্তব্য মুখমন্ত্রীকে জানানোর সুযোগই পেলেন না ব্যবসায়ীরা।