COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: এবার বাংলায় P P A P। অনেক প্যারোডিই এখন ভাইরাল, তবে এটা বোধহয় P P A P প্যারোডির বেস্ট চয়সের মধ্যে একটি।  


 


ইউটিউবে ট্রেন্ডিং, সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল, গিনেস বুক অব ওর্লাল্ড রেকর্ডেও নাম, এই মুহূর্তে সবার মুখে মুখে ঘুরছে P P A P। পপ আর্টিস্ট কোসাকা দাইমাউ এখন গোটা দুনিয়ার শিরোনামে, পেন পাইন অ্যাপেল অ্যাপেল পেন (Pen Pine Apple Apple Pen) লিরিক্সের জন্য। ১৭ কোটির ওপর ইউটিউব  ভিউজ পেয়েছে P P A P। গ্যংনামের পর পি পি এ পি'ই হল এই সময়ের সব থেকে ভাইরাল হওয়া মিউজিক ভিডিও। এর মহিমা এতই যে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার পর্যন্ত তাঁর টুইটার অ্যাকাউন্টে এই মিউজিক ভিডিও শেয়ার করেন। এখন জাস্টিন বিবার পর্যন্ত যে মিউজিক ভিডিও'র ফ্যান সেখানে টিনেজরা কীভাবেই বা বিমুখ হয়ে থাকেন? এই গান তাঁদের মজ্জায় মজ্জায় যেভাবে ঢুকেছে তাতে অনুপ্রাণিত হয়ে অনুসারিত হওয়া ছাড়া আর কোনও উপায় বোধহয় ছিল না ওদের। 


 


ক্লেভার নেম (Clever Name) এবার নিয়ে এল গিনেস বুকে নাম লেখানো P P A P-এর বাংলা ভার্সন। এই মিউজিক ভিডিও'র বিষয় বিশেষ করে বাঙালি টিনেজ তো বটেই মন কাড়বে বয়সে একটু 'বুড়ো'দেরও। গানের লিরিক্সে স্থান পেয়েছে 'সুরা' (রাম), অভিনেতা দেব। মূলত বাবা রামদেব এবং তাঁর 'পতঞ্জলি' নিয়েই রসিকতা করেছে ক্লেভার নেম। দেখুন ৪০ সেকেন্ডের R P J D আর হাসুন ৪ মিনিট-