নিজস্ব প্রতিবেদন: বাড়ন্ত অক্সিজেন। এই কঠিন সময়ে নানাভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সহনাগরিকরা। এবার তাই কালোবাজারিদের সনাক্তকরণের প্রক্রিয়া শুরু করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অক্সিজেন, অ্যাম্বুল্যান্সের তথ্যাদি দিয়ে সহনাগরিকদের পাশে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৭ দিনে হাজার হাজার কোভিড আক্রান্তকে জরুরি তথ্য সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছেন দেবনীল, দেবদত্তার মতো  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী। পরীক্ষার ফাঁকেই নিজেদের পেজে আবেদনকারীদের তথ্য, ফোন নম্বর সরবরাহের কাজ চলছিল। এর পাশাপাশি তৈরি হচ্ছে কালোবাজারিদের তালিকাও। তাঁদের সবক শেখাতে জোট বেঁধেছেন তাঁরা। 


স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে বাজারে চড়া দর হাঁকিয়ে রীতিমতো ব্যবসা পেতে বসেছিল একদল মানুষ। শুরু হয়েছে তাঁদের চিহ্নিতকরণের কাজ। সেই তালিকা তৈরির পর থানায় অভিযোগ করতে চলেছেন পড়ুয়ারা। পরিকাঠামোর তুলনায় রোগীর চাপ যেহেতু কয়েকগুণ বেশি তাই শুধুমাত্র অনলাইনেই থমকে নেই তাঁদের লড়াই, বরং মানুষের পাশে থাকতে রাস্তায় নেমেও কাজ করছে এই তরুণদল।


আরও পড়ুন- Covid আগের চেয়ে বেশি সংক্রামক, মার্চেই PM Modi-কে সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা?