মমতাকে ফোন রাষ্ট্রপতির, আমফান পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন কোবিন্দ
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুজনেরই ফোন করেছেন মুখ্যমন্ত্রীকে। দুজনকেই ধন্যবাদ জানান মমতা।
নিজস্ব প্রতিবেদন: প্রথমে টুইটে আমফানে বিপর্যস্ত দুর্গত মানুষদের সহযোগিতার বার্তা দিয়েছিলেন। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফোনে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।
রাষ্ট্রপতি টুইটে লেখেন, "সমস্ত বিপর্যস্ত মানুষের জন্য প্রার্থনা করি, আশা করব খুব শীঘ্রই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে সাইক্লোনে বিধ্বস্ত এলাকার মানুষজন।" পাশাপাশি রাষ্ট্রপতি জানান যে রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান যে রাষ্ট্রপতি তাঁকে ফোন করেছিলেন এবং আমফান পরিস্থিতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এজন্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি মুখ্যমন্ত্রী। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুজনেরই ফোন করেছেন মুখ্যমন্ত্রীকে। দুজনকেই ধন্যবাদ জানান মমতা।