ওয়েব ডেস্ক : দুর্ঘটনার রাতে সনিকাকে রুবি হাসপাতালে নিয়ে যান বিক্রম। সময় লাগে প্রায় আধঘণ্টা। কিন্তু, কেন? ধারে কাছে তিন-তিনটি হাসপাতাল থাকা সত্ত্বেও কেন সেদিন ভোররাতে বাইপাসের ধারের ওই হাসপাতালে নিয়ে গেলেন বিক্রম? প্রশ্ন তুলছেন সনিকার বন্ধুরা। ২৯ এপ্রিল। রাতভোর পার্টি করে ফিরছিলেন বিক্রম-সনিকা। লেকমলের কাছে দুর্ঘটনা। নিমেষে সবশেষ। মাত্র ২৭ বছরেই মৃত্যু সনিকা সিং চৌহানের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটা মৃত্যু.. প্রশ্ন অনেক...


সনিকার মৃত্যু জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। কিন্তু মিলছে না উত্তর। দুর্ঘটনা ও সনিকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মধ্যে ফারাক আধঘণ্টার। আর ঠিক এখানেই প্রথম প্রশ্ন..। উত্তর খুঁজতেই বেরিয়ে পড়লাম আমরা। স্যার গুগুল বলছেন..দুর্ঘটনাস্থল থেকে সবচেয়ে কাছে রামকৃষ্ণমিশন সেবা প্রতিষ্ঠান।


আরও পড়ুন- মডেল সনিকা সিং চৌহান মৃত্যু মামলায় এবার নয়া মোড়


আমাদের নেক্সট ডেস্টিনেশন ঢাকুরিয়া AMRI। MR গুগুল বলছেন.. দুর্ঘটনাস্থল থেকে AMRI-র দূরত্ব ২.৯ কিলোমিটার। স্টপওয়াচ চালু করে আমরা বেরিয়ে পড়লাম। দিনের ব্যস্ত সময়ে সিগন্যালে বার বার থামতে হচ্ছে। এবার পালা SSKM-এর। গুগুল ম্যাপ অনুযায়ী..দুর্ঘটনাস্থল থেকে SSKM-এর দূরত্ব ৩.২ কিলোমিটার।


গুগুল অনুযায়ী, এই তিন হাসপাতালের যে কোনওটার দূরত্ব রুবির চেয়ে অনেক কম। তাই সনিকাকে অনেক কম সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। তারপরও, সেদিন রাতে প্রায় ৬ কিলোমিটার দূরে রুবি হাসপাতালে সনিকাকে নিয়ে গেলেন বিক্রম। কিন্ত কেন?