ওয়েব ডেস্ক: জোটের জট নিয়ে ফের তৈরি হল জটিলতা। সবার দাবি, জোট হচ্ছে মসৃণ। কিন্তু বাস্তবের অঙ্ক বলছে, বেশ কিছু আসনে এখনও টানাপড়েন রয়েই গিয়েছে। ১৯৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। ৯০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস। অধীর চৌধুরী জানিয়েছেন, ৭টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। ৮টি আসনে 'আক্রান্ত আমরা' সহ বাকিদের সমর্থন করবে কংগ্রেস। অঙ্কের হিসাবে ২৯৪ হলেও প্রতি মুহূর্তে নতুন জট তৈরি হচ্ছে। যেমন আরএসপি ৩টি আসন ছাড়বে না বলেই অনড়। সেক্ষেত্রে কিন্তু বন্ধুত্বপূর্ণ লড়াই ১০ টায় গিয়ে দাঁড়াতে পারে।