ওয়েব ডেস্ক: দোকান ভেঙে দেওয়া হয়েছে। আর তারই প্রতিবাদে সটান হাওড়া ব্রিজের ওপর চড়ে বসলেন লিলুয়ার এক দোকানদার। তারপর তাঁকে নামাতে রাতভর চললো টানটান নাটক। গতকাল রাত দশটা থেকে আজ ভোর চারটে পর্যন্ত, ৬ ঘন্টা ধরে কার্যত হিমশিম খেতে হয় দমকল, পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন কলকাতার মতো আধুনিক শহরে পশুদের সত্‌কারের কোনও ব্যবস্থা নেই!


কলকাতা থেকে নিয়ে যাওয়া হয় সবচেয়ে উঁচু স্কাই ল্যাডার। প্রথমে শোনা যাচ্ছিল মানসিক ভারসাম্যহীন। পরে বোঝা গেল ক্ষোভ থেকেই ব্রিজে আরোহন। প্রথমদিকে সহযোগিতা করতে একেবারেই নারাজ ছিলেন। শেষমেষ দমকলকর্মীরা বোঝালে নেমে আসেন পাপ্পু রাম নামে ওই দোকানদার। হাতে তখন দমকলকর্মীদের দেওয়া পাউরুটি।


আরও পড়ুন পুলিস কমিশনার রাজীব কুমারের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী