#NoCash! মাসের তিন তারিখেও হাত ফাঁকা, ২০০০ ভাঙাতে জীবন জেরবার
নোট-সঙ্কট চলছেই। মাসের তিন তারিখ হয়ে গেলেও, হাত ফাঁকা। অ্যাকাউন্টে থাকা থাকলেও, তা তুলতে গিয়ে নাজেহাল আম পাবলিক। বিপদ বাড়িয়েছে ATM-গুলি। বেশিরভাগ জায়গাতেই ATM-এর ঝাঁপ ফেলা। যেগুলি খোলা, সেগুলিতে টাকা ফুরিয়ে যাচ্ছে দ্রুত। তারওপর,টাকা থাকলেও মিলছে দু` হাজারের নোট। তা ভাঙাতে জীবন জেরবার।
ওয়েব ডেস্ক : নোট-সঙ্কট চলছেই। মাসের তিন তারিখ হয়ে গেলেও, হাত ফাঁকা। অ্যাকাউন্টে থাকা থাকলেও, তা তুলতে গিয়ে নাজেহাল আম পাবলিক। বিপদ বাড়িয়েছে ATM-গুলি। বেশিরভাগ জায়গাতেই ATM-এর ঝাঁপ ফেলা। যেগুলি খোলা, সেগুলিতে টাকা ফুরিয়ে যাচ্ছে দ্রুত। তারওপর,টাকা থাকলেও মিলছে দু' হাজারের নোট। তা ভাঙাতে জীবন জেরবার।
হাতে গোনা ATM-এ একশোর নোট পাওয়া যাচ্ছে। পাঁচশোর নোট যেন ডুমুরের ফুল। অগত্যা সকাল থেকে হত্যে দিয়ে ব্যাঙ্কেই পড়ে মানুষজন। সেখানে সর্বাধিক চব্বিশ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও, তা কাউকেই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। সবমিলিয়ে হয়রানির ছবিতে বিশেষ হেরফের নেই এদিনও।