নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্র সরোবরে এক সমাজকর্মীকে হেনস্থার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবরের সাফারি পার্কে। জানা গিয়েছে, রাসবিহারীর বাসিন্দা সুমিতা বন্দ্যোপাধ্যায় পেশায় সমাজকর্মী হিসেবেই পরিচিত মঙ্গলবার সকাল ১০টা নাগাদ সুমিতাদেবী সাফারি পার্ক চত্বরে গিয়েছিলেন। সেখানে কয়েকজন চা বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময়ে আচমকাই ৭-৮ জন যুবক এসে চড়াও হয় তাঁর ওপর। ওই যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ তুলেছেন সুমিতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WB assembly election 2021: চণ্ডীতলায় নির্বাচনী প্রচারে 'বিদ্বেষমূলক ভাষণ', BJP-কে শোকজ কমিশনের


সুমিতার এক বান্ধবীর বয়ান অনুযায়ী, রবীন্দ্র সরোবর থানায় এই ঘটনায় অভিযোগ জানাতে গেলে পুলিস অভিযোগ নিতে অস্বীকার করে। শুধু তাই নয়, উল্টে ওই মহিলাকেই আটক করে পুলিস। যদিও এই বিষয়ে পুলিসের তরফে এখনও প্রযন্ত কোনও বক্তব্য মেলেনি। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবি করেছেন ওই মহিলা এবং তার পরিচিতরা।