২৪ ঘণ্টা ডট কম-এর শারদীয়া E ম্যাগাজিন লিখুন আপনি, লেখা পাঠানোর নিয়মগুলো জেনে রাখুন
পুজোয় কটা নিলেন? কী বললেন, অনেক! নিন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম। জিজ্ঞাসা করলাম, পুজোয় কটা লিখলেন। জানি, আপনি লিখতে পারেন। সেভাবে সময় না পেলেও, একটু আধটু লিখে ফেলেন। বুঝতেও পারেন লেখাগুলো ভাল হয়েছে, মন ছুঁয়েছে। কিন্তু কী, লেখাগুলো পরেই থাকে। অযত্নে, ধুলোয়।
শারদীয়া ওয়েব ডেস্ক: পুজোয় কটা নিলেন? কী বললেন, অনেক! নিন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলাম। জিজ্ঞাসা করলাম, পুজোয় কটা লিখলেন। জানি, আপনি লিখতে পারেন। সেভাবে সময় না পেলেও, একটু আধটু লিখে ফেলেন। বুঝতেও পারেন লেখাগুলো ভাল হয়েছে, মন ছুঁয়েছে। কিন্তু কী, লেখাগুলো পরেই থাকে। অযত্নে, ধুলোয়। অভিমানের মতই লেখাগুলোর কথাও কেউ জানতেও পারে না। নিন এবার ২৪ ঘণ্টা ডট কম-এর শারদীয়া E ম্যাগাজিন আপনাকে সেই সুযোগ দিচ্ছে। লক্ষ লক্ষ পাঠকের কাছে পৌঁছে যাবে আপনার লেখা। এবার পুজোয় আর শুধু পাঠক নয়, আপনি লেখকও।
সারা বছর আপনারাই আমাদের ওয়েবসাইটের ভাল-মন্দের সঙ্গে জড়িয়ে থাকেন। পাঠক বা ইউজারদের প্রশাংসা-সমালোচনা নিয়ে এগিয়ে চলে আমাদের ওয়েবসাইট। আর তাই আমরা ঠিক করেছি আমাদের এবার শারদীয়ার ভাল-মন্দের রথের সারথি হবেন আপনার মত পাঠকই। আমরা শুধু মঞ্চ প্রস্তুত করে দিলাম, এবার ভাল-মন্দ প্রস্তুতের সব দায়িত্ব আপনার।
লেখা পাঠান এই ঠিকানায়--24ghantamahapuja@gmail.com
কী জাতীয় লেখা পাঠাবেন
১) গল্প (২৫০ থেকে ৫০০ শব্দের মধ্যে)
২) অণু গল্প (১৫০ শব্দের মধ্যে)
৩) কবিতা, ছড়া
৪) ভ্রমণ অভিজ্ঞতা
৫) আমার পুজো প্রেম (২৫০ শব্দের মধ্যে)
৬) ক্যাপশন সহ আপনার তোলা ছবি
৭) আমার পুজো (২৫০ শব্দের মধ্যে)
(প্রতিটি জিনিসে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর লিখবেন। তা না হলে লেখা প্রকাশ করা সম্ভব হবে না)
লেখার নিয়মাবলী/ কীভাবে লেখা পাঠাবেন-
বাঙলা UNICODE ফর্ম্যাটে লেখা পাঠান। গুগল ফন্টেও পাঠাতে পারেন। ওয়ার্ডে , PDF ফর্ম্যাটে কোনও রকম লেখা পাঠাবেন না।
১) যে লেখাটি পাঠাবেন সেটা যেন কোথাও কখনও না প্রকাশিত হয়ে থাকে। মানে কেবলমাত্র অপ্রকাশিত লেখাই পাঠান।
২) লেখাটিতে যেন কোনও দলীয় সংগঠন, পার্টি বা ধর্ম সম্প্রদায়কে আঘাত না করে।
৩) কোনও ব্যক্তি বা সংগঠনকে আঘাত করতে পারে এমন কোনও মন্তব্য বা চরিত্র যেন না তৈরি হয়।
৪) লেখাটি যেন অহেতুক বড় না হয়।
৫) কোনও গল্প, সিনেমা, উপন্যাস থেকে আপনার লেখাটি প্রভাবিত হলে সেটি যেন স্পষ্টভাবে উল্লেখ থাকে।
৬) বানান বা ব্যাকরণগত দিক থেকে লেখাটিতে বড় কোনও ভুল না থাকে।
৭) লেখা পাঠানোর পর ফোন বা মেল করার প্রয়োজন নেই। আমাদের সম্পাদকের পছন্দ হলে তা ম্যাগাজিনে স্থান পাবে। ওয়েবসাইটে নজর রাখলেই আপনার লেখা দেখতে পাবেন। আলাদা করে কাউকে লেখা প্রকাশের কথা জানানো সম্ভব নয়।
৮) লেখা পাঠানোর শেষ তারিখ ২০ সেপ্টেম্বর, বেলা ১২টা।
প্রতিটি লেখা, কবিতা, ছবিতে নিজের নাম, ঠিকানা, ই মেল আইডি, ফোন নম্বর পাঠাতে ভুলবেন না।