ওয়েব ডেস্ক: জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, রান্না থেকে চুল বাঁধা, ছবি আঁকা থেকে কবিতা লেখা, এসব গুণের বহিঃপ্রকাশ ঘটেছিল অনেক আগেই। এবার তিনি গীতিকার। লিখে ফেললেন গান। আর সেই গানই গোটা কলকাতা জুড়ে বাজবে। আর এই সর্ব গুণসম্পন্না নারী হলেন 'দেবী দুর্গা', মমতা বন্দ্যোপাধ্যায়! হ্যাঁ, দেবী দুর্গাই তো। চাকদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের আদলেই তৈরি হয়েছে দূর্গতিনাশিনী মহিষাসুরমর্দিনী মহামায়া রণচণ্ডী দেবী দুর্গা। দুহাতের মমতা এখানে দশভূজা। দক্ষিণ কলকাতায় তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি মডেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন স্বয়ং দেবী, আর অসুর দেখতে অবিকল রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের মত। এসব ছাপিয়ে মমতা মন জিতে নিলেন গান রচনা করে। এতদিন বই মেলায় তাঁর লেখা কবিতার বইয়ে ছয়ে ছয়লাপ হত মিলন মেলা প্রাঙ্গন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় বাকিদের টেক্কা দিয়ে আবারও 'প্রথম'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কলকাতার স্বনামধন্য পুজো সুরুচি সঙ্ঘের থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন পলক মুচ্চল। সুরকার জিৎ গাঙ্গুলী। রইল তারই ঝলক-