মোবাইল টাওয়ারের কিয়স্ক থেকে আগুন লাগে নবান্নের ছাদে, রিপোর্ট পূর্ত দফতরের
মোবাইল টাওয়ারের কিয়স্কে টেকনিক্যাল সমস্যার কারণে আগুন লেগেছিল বলে রিপোর্ট।
নিজস্ব প্রতিবেদন: সপ্তমীর দিন আগুন লেগেছিল নবান্নের চোদ্দতলার ছাদে। মুখ্যমন্ত্রীর ঘরের উপরে ছাদ দিয়ে বের হচ্ছিল ধোঁয়া। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। ঠিক কী কারণে অগ্নিকাণ্ড শুক্রবার তার রিপোর্ট দিল পূর্ত দফতর।
পূর্ত দফতরের প্রধান ইঞ্জিনিয়ারের তদন্ত রিপোর্ট অনুযায়ী, মোবাইল টাওয়ারের কিয়স্কে টেকনিক্যাল সমস্যার কারণে আগুন লেগেছিল। ইতিমধ্যেই ওই পরিষেবাপ্রদানকারী সংস্থা নবান্নকে চিঠি দিয়ে ত্রুটি স্বীকার করেছে।
পূর্ত দফতর সূত্রের খবর, প্যানেল রুমে হিট কমানোর একজস্ট ফ্যান খারাপ হয়ে যাওয়ার কারণে গরম হয়ে যায়। সেখান থেকেই আগুন লাগে। এরপর প্যানেল রুম নামিয়ে আনা হয় নীচে। আর একটি মোবাইল সংযোগ পরিষেবা প্রদানকারী সংস্থার প্যানেলরুমও সরানো হয়েছে। কোনও মোবাইল সংযোগপ্রদানকারী সংস্থার প্যানেল বা কন্ট্রোলরুম নবান্নের ছাদে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর।
আরও পড়ুন- Tripura: দুয়ারে গুন্ডারাজ চালাচ্ছে বিপ্লব দেব সরকার, সুস্মিতার গাড়িতে হামলায় Abhishek