ওয়েব ডেস্ক: ইঞ্জিনিয়ারিং জয়েন্টের মেধা তালিকায় দাপট বজায় রাখল দিল্লি বোর্ড। পরীক্ষার ঠিক ১৮দিনের মাথায় আজ জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ হল। কাউন্সেলিং শুরু ১৫ জুন। দুর্গাপুরের বিধানচন্দ্র ইন্সটিটিউশনের এই ছাত্র জয়েন্টের মেধা তালিকায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একমাত্র প্রতিনিধি। বাকি নয় কৃতিই দিল্লি বোর্ডের। কেউ ICSE কেউ বা CBSE বোর্ডের। গতকয়েকবছর মতোই এবারও জয়েন্টের মেধা তালিকায় একই ট্রেন্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সর্বভারতীয় বোর্ডগুলির সঙ্গে পাল্লা দিতে  পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বদলে ফেলেছে  সিলেবাস, প্রশ্নপত্রের ধরণ। যার জেরে এখন উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর উঠছে হামেশাই। কিন্তু, যে লক্ষ্যে সিলেবাস বদল তা কতটা পূরণ হচ্ছে?প্রশ্ন উঠছে জয়েন্টের রেজাল্ট ঘিরে।


 যেখানে আগাগোড়া দিল্লি বোর্ডের ছাত্রছাত্রীদের দাপট।ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ইতিমধ্যেই পরীক্ষার মান সর্বভারতীয় স্তরে নিয়ে গেছে। জয়েন্টের সিলেবাস আদতে CBSE, ICSE ও ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সিলেবাসের সমন্বয় পরীক্ষায় দেখা যাচ্ছে দিল্লি বোর্ডের ছাত্রছাত্রীরা যত সহজে কাউন্সিলের পাঠক্রমে সড়গড় হচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়ুয়ারা তত সহজে দিল্লি বোর্ডের পাঠক্রমে সড়গড় হতে পারছেন না


দুই বোর্ডের এই ফারাকই চোখে পড়ছে জয়েন্ট এন্ট্রাসের রেজাল্টে পিছিয়ে পড়ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পড়ুয়ারা সিলেবাস বদল, প্রশ্নপত্রের ধরণ বদলের পরও তাই প্রশ্নটা উঠছেই ফাঁকটা কোথায়?