নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে বসে ২০২১ সালের আগেই রাজ্যে নির্বাচনের সংকেত দিয়েছেন কৈলাস-মুকুল। কলকাতায় বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা দাবি করলেন, এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তর কলকাতায় হারার জন্য তৃণমূলের ছাপ্পাকে দায়ী করেছেন রাহুল সিনহরা। এন্টালির তিন প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগও করতে চলেছেন বিজেপির জাতীয় সম্পাদক। এদিন দিল্লিতে ৩জন বিধায়ক ও তিনটি পুরসভার ৬৩জন কাউন্সিলর যোগ দিয়েছেন বিজেপিতে। তার অব্যবহিত পরেই বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা বলেন, ''এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন হবে। প্রস্তুতি নিতে শুরু করব''। তাঁর হুঁশিয়ারি, তৃণমূলের মস্তানদের সতর্কবার্তা পাঠাচ্ছি, এখনও সময় আছে, সংযত হোন। বিজেপি কর্মীদের উপরে হাত তুলবেন না। অত্যাচার করবেন না। নইলে চামড়া তুলে ডুগডুগি বাজানো হবে। 



প্রশাসনকে নিরপেক্ষ হয়ে কাজ করার বার্তা দিয়েছেন রাহুল। তাঁর কথায়,''সরকারি আধিকারিকদের তালিকা তৈরি করতে শুরু করেছি। আচরণের পরিবর্তন না হলে দুর্ভোগে পড়তে হবে''। প্রধানমন্ত্রীর শপথগ্রহণের পুরুলিয়ার শহিদ তিন পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান রাহুল।



রাহুলের সাংবাদিক বৈঠকের আগে দিল্লিতে কৈলাসে বিজয়বর্গীয় মন্তব্য করেছেন, মমতার সঙ্গে আমাদের শুভকামনা রয়েছে। ২০২১ পর্যন্ত ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। ২১শেই বিজেপি সরকার হবে। কিন্তু ওনার লোকেরাই যদি ছেড়ে আসেন, আমাদের কোনও দোষ নেই। সকলেই মোদিজির নেতৃত্বে ভরসা রাখছেন। অন্য দল থেকেও আসছেন।


মুকুল রায় আবার এক ধাপ এগিয়ে দাবি করেন, ২০২১ সালে বিধানসভা ভোটের পর বিরোধী দল হওয়ার মতো আসনও থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুকুলের মুখে এমনটা শুনে হেসে ওঠেন কৈলাস। বলেন, ''বিরোধী দলও থাকবে না!''  


আরও পড়ুন- নজিরবিহীন! তিন দিনে ৩ জন পুলিস সুপার বিধাননগরে, রাজ্য পুলিসে ব্যাপক রদবদল