ওয়েব ডেস্ক: বৈশাখ মাস পরার আগে থেকেই গরমে হাঁসফাঁস অবস্থা শুরু হয়ে গিয়েছে। তাপমাত্রা প্রায় রোজই ছঁয়েছে ৪০ ডিগ্রি। বৃষ্টির চলছে হা-হুতাশ। প্রায় এক মাস তীব্র দহনের পর অবশেষে আশার কথা শোনাল আবহাওয়া দফতর। কমছে তাপমাত্রা। এবং তাপমাত্রা কমায় বাতাসে জলীয় বাষ্পের যোগান প্রক্রিয়া  শুরু হয়েছে। এর থেকেই তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। তাই আজ ও কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাধারণত বায়ুমণ্ডলের ২.১ কিলোমিটার পর্যন্ত জলীয় বাষ্পের বিস্তৃতি হলেই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়। বায়ুমণ্ডলে এমনই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।