অষ্টমীতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস
ওয়েব ডেস্ক: পাড়ায় পাড়ায় ঘুরে প্যান্ডেল হপিং। লাইনে দাঁড়িয়ে আড্ডা, ঠাকুর দেখা। মহাষ্টমীর দিন তো জমজমাট প্ল্যান থাকবেই। কিন্তু তার মধ্যে কি অসুর হবে বৃষ্টি? অষ্টমীতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও শহরতলিতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে তা প্রতিমা দর্শনের ক্ষেত্রে খুব একটা বিঘ্ন ঘটাবে না বলেই আশ্বাস দিচ্ছে হাওয়া অফিস।
পুজো এবার অনেকটাই এগিয়ে এসেছে। তাই ভাদ্র মাস গেলেও, ভ্যাপসা গরম এখনও রয়েই গিয়েছে। ঠাকুর দেখতে গিয়ে সক্কলেরই গলদঘর্ম অবস্থা। আর এই গরমের ফলেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিক্ষিপ্ত মেঘ যেখানেই তৈরি হচ্ছে, সেখানেই মাঝেমধ্যে হয়ে যাচ্ছে এক পশলা বৃষ্টি। হাঁফও ছাড়ছে আমজনতা।
তবে আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা ও শহরতলির এলাকাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তা বেশিক্ষণ হবে না। ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। ফলে বৃষ্টির জন্য পুজো আনন্দ মাটি হবে, এমনটা মনে করার কোনও কারণ নেই। অন্তত এমনটাই অভয় দিচ্ছে হাওয়া অফিস।