নিজস্ব প্রতিবেদন : অবশেষে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করলেন কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমার। গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতের কাছে সুরক্ষার আর্জি জানিয়েছেন তিনি। আবেদনের শুনানি হবে আগামিকাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


প্রসঙ্গত, গত শুক্রবার রাজীব কুমারের ওপর থেকে রক্ষাকবচ সরিয়ে নেয় শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, সিবিআই রাজীব কুমারের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এরফলে রাজীব কুমারের গ্রেফতারির শঙ্কা বাড়তে থাকে। এরপরই সোমবার শীর্ষ আদালতে রাজীব কুমারের আইনজীবী 'আইনি রক্ষাকবচ'এর সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেন। রাজ্যের আইনজীবীদের কর্মবিরতি চলছে। সেক্ষেত্রে এই কর্মবিরতি ওঠার পর থেকে সাত দিন হিসাব করে সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়।


আরও পড়ুন, রাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলতেই উচ্ছ্বাসে মেতেছেন বিজেপি সমর্থকরা


কিন্তু, বুধবার রাজীব কুমারের আইনি রক্ষাকবচের অন্তবর্তীকালীন সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। রাজীব কুমারের আবেদন শোনার জন্য আর কোনও স্পেশাল বেঞ্চ গঠন করবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত।