নিজস্ব প্রতিবেদন: প্রায় ১ মাস অজ্ঞাতবাসের পর প্রকাশ্যে এলেন রাজ্যের গোয়েন্দা প্রধান তথা কলকাতার প্রাক্তন নগরপাল  রাজীব কুমার। আগাম জামিনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পঞ্চমীর সকালে আলিপুর আদালতে যান তিনি। এদিনের আগাম জামিনের ফলে আপাতত তাঁর গ্রেফতারির সম্ভাবনা রইল না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১ অক্টোবর রাজীব কুমারের আগাম জামিনের আর্জি মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। সারদা রিয়ালিটি মামলায় আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। ২-৩ দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রাজীব মামলার শুনানির পর বিচারপতির পর্যবেক্ষণ,যথেষ্ট সহযোগিতা করছেন গোয়েন্দাপ্রধান। তাই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ নিষ্প্রয়োজন। আইনি যুদ্ধে সাময়িক স্বস্তি পেতেই প্রকাশ্যে এলেন রাজীব কুমার।


অন্যদিকে রাজীব কুমারকে আগাম জামিন দেওয়ার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, সম্ভবত আজ, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আপিল মামলা দায়ের করা হবে।