ওয়েব ডেস্ক: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল কলকাতা পুলিসের এক হোমগার্ডের বিরুদ্ধে। অভিযুক্ত হোমগার্ড দিলীপ শা কে সোমবার রাতে আটক করে পুলিস। ঘটনাটি ঘটেছে আলিপুরের B G প্রেস এলাকায়। অভিযোগ চকলেটের লোভ দেখিয়ে ডেকে এনে নাবালিকা যৌন নির্যাতন করে অভিযুক্ত হোমগার্ড। ধৃত হোমগার্ড দিলীপ শাকে আজ আদালতে তোলা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ডিজিটাল লেনদেনে আজ মধ্যরাত থেকেই কম দরে পেট্রল-ডিজেল


অন্যদিকে সাতসকালে দমদম মেট্রো স্টেশনে আগুন। এক নম্বর প্ল্যাটফর্মের পাশে ব্যাটারি ঘরে আগুন লাগে। ৬টা ১০ নাগাদ ফোন পেয়ে পৌছয় দমকলের ২টি ইঞ্জিন। এলাকা ঘিরে রেখে, ফোম দিয়ে চলে আগুন নেভানোর কাজ। তবে আগুন লাগার কোনও প্রভাব পড়েনি মেট্রো চলাচলে। সঠিক সময়েই দমদম থেকে ছেড়েছে দিনের প্রথম মেট্রো।


আরও পড়ুন  মেসিকে ছাপিয়ে এবার বর্ষসেরা ফুটবলার হলেন রোনাল্ডো