জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় ফের গ্রেফতার। এই নিয়ে চতুর্থ গ্রেফতার করা হল এই মামলায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন বিশ্বজিৎ দাস নামের এক ব্যক্তি। বুধবার সল্টলেকের আইবি ব্লক থেকে গ্রেফতার হয়েছে বিশ্বজিৎ দাস নামের ওই ব্যবসায়ীকে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী। এমনটাই জানানো হয়েছে ইডি-র তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Sarswati Pujo 2024: বাগদেবীর আরাধনায় পড়ুয়ারা, সেজে উঠেছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ


মঙ্গলবার সকাল থেকেই সল্টলেকের আইবি ব্লকের বিশ্বজিৎ দাসে বাড়িতে শুরু হয় তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই তল্লাশি চালায়। ২৪ ঘন্টা অতিক্রম করে বুধবার সকালেও চলে আই বি ব্লকের ৭৮ নম্বর বাড়িতে তল্লাশি। এই বাড়ি বিশ্বজিৎ দাসের।


ইডি সূত্রে জানা যায় বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে চলে তল্লাশি। এরপরেই সল্টলেকের আইবি ব্লকের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় বিশ্বজিৎ দাসকে। রেশন বন্টন দুর্নীতি মামলায় এই গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: Mimi Chakrabory: হাজিরা শূন্য, সংসদের কমিটি থেকেও এবার ইস্তফা! রাজনীতির মঞ্চে ক্রমে ফিকে মিমি...


আইবি ব্লকের বাড়িতে ছিলেন বিশ্বজিৎ দাস। রাত ভর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। জানা গিয়েছে বুধবারই আদালতে পেশ করা হবে। বিধান নগর মহকুমা হাসপাতালে মেডিকেল করান হয়েছে তাঁর।  


মঙ্গলবার সকাল থেকেই সল্টলেক এবং মেট্রোপলিটনের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। রাতভর জিজ্ঞাসাবাদের পরেও সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয় বলে ইডি সূত্রে জানা গিয়েছে।


রেশন বণ্টন দুর্নীতি মামলায় এটি চতুর্থ গ্রেফতার। প্রথমে বাকিবুর, জ্যোতিপ্ৰিয় মল্লিক, শঙ্কর আঢ্য এবং তার পরে এবার গ্রেফতার আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)