নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী এক সেকেন্ডও বলতে দেননি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। এমনকি মমতার আচরণ অশোভনীয় বলেও তোপ দেগেছেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন,''আমাদের সব নথি তৈরি ছিল, কিছু বলতে দেওয়া হয়নি। আমার লজ্জিত। মুখ্যমন্ত্রীরা অপমানিত বোধ করেছেন। বৈঠকে শুধুমাত্র পছন্দের জেলাশাসক ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিয়েই বলানো হয়েছে। বাকিদের পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছিল। উনি কী বলতে চাইলেন, বোঝা গেল না। প্রধানমন্ত্রী কেন এত নিরাপত্তাহীনতায় ভুগছেন? ক্যাজুয়াল, সুপারফ্লপ মিটিং।''


মমতার এই বক্তব্যে রবিশঙ্কর প্রসাদের জবাব,''বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  আচরণ অশোভনীয়। পুরো মিটিংকে লাইনচ্যুত করার চেষ্টা করেছেন। উনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যের জেলাশাসকদের বৈঠকে ডাকা হয়। অন্ধ্রপ্রদেশ, ছত্তীসগঢ়, মহারাষ্ট্র, কেরল ও ম্ধ্যপ্রদেশের জেলাশাসকরা নিজেদের মতামত দিয়েছেন। ২৪ পরগনার জেলাশাসককে বলতে দেননি মমতা। বললেন ডিএম কী জানেন, আমি বেশি জানি। প্রধাননমন্ত্রীর বৈঠকে এই ধরনের অশোভনীয় আচরণ দুর্ভাগ্যজনক।''


প্রসঙ্গত,  প্রথমে রাজ্যের ৯টি জেলার জেলাশাসক ও স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গেই বৈঠক করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী বাদ কেন? তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই সূচি বদল করা হয়। প্রধানমন্ত্রীর দফতরের তরফে বৈঠকে মুখ্যমন্ত্রী থাকার বিষয়টি উল্লেখ করা হয়। 


আরও পড়ুন- ‘৫ অবিজেপি শাসিত রাজ্যের DM–দের সঙ্গে কথা বলেছেন Modi’,Mamata-র দাবি খারিজ শুভেন্দুর