মৈত্রেয়ী ভট্টাচার্য: রাজ্যে করোনা পরিস্থিতি কি ফের উদ্বেগজনক হতে চলেছে? ফের করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। নাম সুবীর কুমার সাহা। বয়স ৮০ বছর। উত্তর ২৪ পরগনার দমদমের বাসিন্দা ছিলেন ৮০ বছর ওই প্রৌঢ়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর, ১৯ তারিখ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। একদিন পরই ২০ তারিখ রাত ৯টা ১৫ নাগাদ মৃত্যু হয় তাঁর। বেলেঘাটা আইডি হাসপাতালে বৃহস্পতিবার আরও দুই মহিলার মৃত্যু হয়েছে। যাঁরা দুজনও কোভিড পজিটিভ ছিলেন বলেই খবর। একজনের নাম, সুন্দরী ঘোষ। তাঁর বয়স ৯৩ বছর। বাড়ি পাটুলিতে। অন্যজন আরতি দাস। বয়স ৯২ বছর। বাড়ি পানিহাটিতে। দুজনেই ১৯ তারিখ ভর্তি হয়েছিলেন বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, উদ্বেগ বাড়িয়ে চিন্তার বিষয় একটাই, রাজ্যে আবার করোনার প্রকোপ বাড়ছে। যার প্রমাণ, করোনায় রাজ্যে দৈনিক আক্রান্ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৯ জন। দৈনিক পজিটিভ কেসের নিরিখে যা সাম্প্রতিককালের রেকর্ড। ওদিকে সক্রিয় আক্রান্তও হাজারের গন্ডি পেরিয়েছে। রাজ্যে সক্রিয় বেড়ে দাঁড়িয়েছে ১,১২৭ জন। উদ্বেগজনকভাবে বেড়েছে পজিটিভিটি রেটও, ১৪.২৩ শতাংশ। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। উল্লেখ্য, রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি আশ্বস্ত করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। হাসপাতালগুলিতে পরিকাঠামো প্রস্তুত আছে। তবে সবাইকে মাস্ক পরে চলার পরামর্শ দেন। আরও বলেন, গরমে অসুখ বাড়ে। তাই নিয়ম মেনে চলুন। সাবধানে থাকুন।


উল্লেখ্য, দিন কয়েক আগেই কোভিড নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।  কী কী নির্দেশিকা:


১) ভিড় এডিয়ে যান, বিশেষ করে এড়াতে হবে বয়স্ক শিশু ও প্রেগন্যান্ট মহিলাদের


২) এবার ভিড়ে তো বটেই, একটু জনবহুল জায়গায় মাস্ক মাস্ট


৩) নিয়মিত স্যানিটাইজার এবং সাবান ব্যবহার করুন আগের মতোই, বাচ্চারাও যাতে এটা করে খেয়াল রাখুন


৪) রুমালে মুখ-নাক ঢেকে কাশুন বা হাঁচুন, যত্রতত্র থুতু ফেলবেন না


৫) জ্বরে বা সর্দি-কাশিতে ভুগছেন এমন মানুষজনের থেকে সকলেই দূরে থাকুন, বিশেষ করে দূরে থাকতে হবে তাঁদের যাঁরা খুব বয়স্ক, যাঁদের কো-মরবিডিটি রয়েছে; এই নিয়ম মানতে হবে প্রেগন্যান্ট মহিলাদেরও।


৬) যাঁরা এখনও কোভিডের প্রিকশন ডোজ নেননি, তাঁরা এবার নিয়ে নিন


৭) আপনি যদি জ্বরে ভোগেন, যদি আপনার গলায় ব্যথা হয় বা আপনি সর্দি-কাশিতে ভোগেন তবে কোভিড টেস্ট করাতে লজ্জা পাবেন না 


৮) যদি আপনার কোভিড ধরা পড়ে তবে ১ সপ্তাহের জন্য আইসোলেশনে চলে যান


৯) যদি আপনার অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বা শ্বাসকষ্ট হয় তা হলে দ্রুত হাসপাতালে যান বা ডাক্তারের পরামর্শ নিন


১০) শিশুদের বা বড়দের মধ্যেও যাঁদের পরিস্থিতি জটিল ও ঝুঁকিপূর্ণ বলে মনে হবে তাঁদের দ্রুত চিকিৎসা করাতে হবে 


১১) চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা কাফ সিরাপ খাবেন না


১২) প্রয়োজন পড়লে ফোন করুন স্টেট হেল্প লাইনে: ১৪৪১৬


আরও পড়ুন, Bike Fire: ফুটছে কলকাতা, প্রচন্ড গরমে দাউ দাউ করে আগুন ধরে গেল বাইকে!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)