নিজস্ব প্রতিবেদন: রেড রোডে মিনিবাস দুর্ঘটনায় (Red Road Accident) গ্রেফতার বাসচালক। গতকাল রাত ১১টা নাগাদ কামারহাটির ষষ্ঠীতলা রোডের আউটপোস্ট এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের নাম সইদ ইব্রার হোসেন। পুলিস সূত্রে খবর, গার্ডেনরিচের বাসিন্দা ইব্রার গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন। রেড রোডের মিনিবাস দুর্ঘটনায় (Minibus Accident) চালকের ব্যাপক গাফিলতি রয়েছে বলে জানান তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত পয়লা জুলাই ফোর্ট উইলিয়ামের কাছে রেড রোডে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। বাইকে থাকা কর্তব্যরত পুলিসকর্মীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের পাশের পাঁচিলে গিয়ে ধাক্কা মারে মেটিয়াব্রুজ থেকে হাওড়াগামী একটি মিনিবাস।। ঘটনায় মৃত হন ঝাড়গ্রামের বাসিন্দা ঐ পুলিসকর্মী। বেশ কয়েকজন আহতও হন। 


আরও পড়ুন: সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বদলাচ্ছে শেষ মেট্রোর সময়ও


দুর্ঘটনায় কোনো যান্ত্রিক গোলযোগ নয়, চালকের গাফিলতি রয়েছে বলে জানায় পুলিস। এরপরই গতকাল ঐ বাসচালককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪(২) ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা যুক্ত করেছে ময়দান থানার পুলিস। আজ রবিবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে।


আরও পড়ুন: কার্যালয়ে TMC কর্মীদের 'গুলি', এলাকায় ২ পয়সার মস্তান ঢোকানোর অভিযোগ মদন মিত্রের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)