রণয় তিওয়ারি ও অর্ণবাংশু নিয়োগী


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 হোয়াটস অ্যাপের মাধ্যমেই রাখা হত যোগাযোগ। এভাবেই নরেন্দ্রপুর ও সংলগ্ন এলাকায় অস্ত্র ব্যবসার জাল ছড়িয়েছিল নতুন একটি গ্যাং। সেই দলটির মাথাকে ধরে ফেলল রিজেন্ট পার্ক থানার পুলিস।


আরও পড়ুন-মালদহে আগ্নেয়াস্ত্র নিয়ে মহরমের তাজিয়া, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শিশু


গোপন খবরের ভিত্তিতে বহুদিন ধরেই ওই দলটির সন্ধানে ছিল পুলিস। প্রথমে এই দলটি কাজ করতো নরেন্দ্রপুর এলাকায়। পরে তা তারা ছড়িয়ে দেয় আসপাশের অঞ্চলে। বিভিন্ন জায়গা থেকে অর্ডার নিয়ে এরা বিক্রি করতো বেআইনি অস্ত্র। এভাবেই দিনে দিনে বেড়ে উঠছিল দলটি।



আরও পড়ুন-দু'দিনের টালবাহানার পর অবশেষে বিজেপি কর্মীর দেহ হাতে পেল পরিবার  


অস্ত্র ব্যবসার খবর পেয়েই তদন্ত নামে রিজেন্ট পার্ক থানার পুলিস। খবর আসে বেআইনি অস্ত্র ব্যবসার কারবার করছে নরেন্দ্রপুরের কয়েকজন যুবক। তাদের মাথা সঞ্জয় সরকার(২৩)। অনেক চেষ্টার পর মঙ্গলবার রাতে তাকে একটি পিস্তল সহ গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে একটি পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। দলের অন্যান্য সদস্যদের সন্ধানেও চেষ্টা চালাচ্ছে পুলিস।