কুকুরকে ধর্ষণের অভিযোগ, ১০০-তে ডায়াল করে ফোন লালবাজারে
এক আয়ুর্বেদিক চিকিত্সকের বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ করে ফোনটি আসে কলকাতা পুলিসের সদর দফতরে
নিজস্ব প্রতিবেদন: কুকুরকে ধর্ষণের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ১০০ নম্বরে ডায়াল করে ফোন করা হল লালবাজারে।
আরও পড়ুন-UPSC-র নামেও ভুয়ো ইমেল আইডি! দেবাঞ্জনের নয়া কীর্তি ফাঁস জি ২৪ ঘণ্টায়
মঙ্গলবার রিজেন্ট পার্ক(Regent Park) থেকে ওইরকম একটি ফোন এল লালবাজারে। তাও আবার ১০০ নম্বরে ডায়াল করে। এলাকারই এক বাসিন্দা এক আয়ুর্বেদিক চিকিত্সকের বিরুদ্ধে ওই ধরনের অভিযোগ করে ফোনটি করেন কলকাতা পুলিসের সদর দফতরে।
লালবাজার(Lalbazar) থেকে যোগাযোগ করা হয় রিজেন্ট পার্ক থানায়। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় অভিযুক্ত ৬০ বছরের এক বৃদ্ধকে।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই বৃদ্ধের নাম এস রায়। গত দেড় বছর ধরে অরবিন্দ পার্কে থাকেন দিদির বাড়িতে। নিজেকে পরিচয় দিতেন আয়ুর্বেদিক চিকিত্সক হিসেবে।
আরও পড়ুন-মার্চের পর প্রথমবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ১৬০০-র নিচে, মৃত ৩৫
অনিতা অধিকারী নামে এক মহিলার অভিযোগ, খাওয়ানোর নামে করে পাশের বাড়ির একটি কুকুরকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে তিনি কুকুরের চিত্কার শুনতে পান ও লক্ষ্য করেন কুকুরটির রক্তক্ষরণ হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন লালবাজারে। তারপরই রিজেন্ট পার্ক থানার পুলিস গিয়ে ওই বৃদ্ধকে আটক করে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)