ওয়েব ডেস্ক : পোস্তা উড়ালপুল কাণ্ডে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিল মুখ্যসচিবের নেতৃত্বে থাকা কমিটি। উড়ালপুল ভেঙে পড়ার জন্য কারা দায়ী? কোন গাফিলতিতে এত বড় দুর্ঘটনা হল, তাঁর বিস্তারিত উল্লেখ রয়েছে রিপোর্টে। দোষীদের নাম, তাদের ভূমিকা বিস্তারিত ভাবে রিপোর্টে জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কী ভাবে ভেঙে পড়ল পোস্তা উড়ালপুল?


এর পাশাপাশি পোস্তার ওই উড়ালপুলের ভবিষ্যত্ কী? আদৌ ওই উড়ালপুলের কাজ সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়েও রিপোর্ট তৈরি করছেন IIT-র বিশেষজ্ঞরা। কিছু দিনের মধ্যে সেই রিপোর্টও জমা পড়বে। প্রসঙ্গত, চলতি বছরের ৩১ মার্চ পোস্তায় ভেঙে পড়ে নির্মীয়মান উড়ালপুলটি। প্রাণ যায় ২৭ জনের। আহত হল ৮০-র বেশি মানুষ।