Pankaj Dutta: সোনাগাছি মন্তব্যের জের, বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট! গ্রেফতারির পথে প্রাক্তন আইজি?
`আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হল। সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তর সোনাগাছি মন্তব্যের জেরে বেজায় ক্ষুব্ধ হাইকোর্ট! তাঁর রক্ষাকবচের আবেদনে সাড়া-ই দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আর তারপরই উঠছে প্রশ্ন তবে কি এবার গ্রেফতার হতে পারেন অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্ত?
গতকালই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তকে কোনওরকম রক্ষাকবচ দিতে অস্বীকার করে। এরপর তিনি দ্বারস্থ হন প্রধান বিচারপতির বেঞ্চে। প্রধান বিচারপতির বেঞ্চ কোনওরকম আবেদন শুনতেই অস্বীকার করে। হাইকোর্টের সাফ পর্যবেক্ষণ, একজন আইপিএস অফিসার হয়ে তিনি যদি শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে থাকেন, তবে তাঁকে তার ফল ভোগ করতে হবে।
প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত বলেন, "আরজি করের মতো জায়গায় একজন মহিলা চিকিৎসককে নির্যাতন করে মেরে ফেলা হল। সোনাগাছির মতো জায়গায় হলে তাও মেনে নেওয়া যেত।" তাঁর এই বক্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক। গতকাল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলা উঠলে দু'পক্ষকেই তাদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ চাঁছাছোলা ভাষায় জানতে চান, 'এটা আপনি কী করে বললেন? এটা কোনও উদাহরণ হতে পারে না। আমি, আপনি যে যেখানে থাকি, সেই জায়গাগুলো কি নিরাপদ? বলতে পারবেন? তাহলে হঠাৎ ওই জায়গাকে উদাহরণ হিসেবে মনে হল কেন? অসম্মান করার জন্য এর থেকে বেশি আর কি দরকার? যেখানে অসহায় মহিলারা থাকেন, সেই জায়গা উদাহরণ হিসেবে উল্লেখ কেন করা হল? এটা একেবারেই উচিৎ কাজ হয়নি।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)