ওয়েব ডেস্ক: রাজ্যের বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের অবসরের বয়সসীমা এবার বাড়ানোর চিন্তাভাবনা শুরু করল রাজ্য সরকার।  এই মুহুর্তে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা সভাপতির অবসরের বয়স ৬২ বছর । অবসরের বয়স বাড়িয়ে ৬৫ করার কথা ভাবছে রাজ্য সরকার । সেক্ষেত্রে ওইসব পদে এইমুহুর্তে যারা কাজ করছেন তাদের অনেকেই কাজ চালিয়ে যেতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান এখন মানিক ভট্টাচার্য- তার বয়স ৬২ - ভাবনা কার্যকর হলে তানি আগামী তিন বছর কাজ করতে পারবেন


মধ্যশিক্ষা পর্ষদ-- এখন প্রশাসকের দায়িত্বে রয়েছেন কল্যান গঙ্গোপাধ্যায়, বয়স ৬৩, ভাবনা কার্যকর হলে আরও ২ বছর একই পদে থেকে যেতে পারবেন


স্কুল সার্ভিস কমিশন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধানের দায়িত্বে যারা রয়েছেন তাদের অবসরের আরও বেশ কয়েকবছর বাকি রয়েছে। ফলে  ভাবনা কার্যকর হলে পরবর্তী পাঁচ বছর পুরোটাই তারা দায়িত্ব সামলাতে পারবেন।